হাসির উক্তি ও কবিতা

হাসির উক্তি, কবিতা ও ছবি। হাসতে কে না ভালোবাসে! হাসলে মন ভালো থাকে এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা কি কেউ চেস্টা করি কাউকে একটু হাসাতে! জ্বী ভাই, আজকে আমরা এমনি একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমাদের পোস্টে আপনারা বাছাইকৃত সেরা কিছু হাসির উক্তি, কবিতা এবং ছবি পেয়ে যাবেন।
বর্তমানে দেখা যায় যে অনেকেই হাসির উক্তি খোজা করে থাকেন অনলাইনে। তাই সেইসব মানুষের জন্যই আজকে আমাদের এই ক্ষুদ্র প্রচেস্টা। আমরা আশা করি আমাদের আকজকের এই পোস্টটি আপনাদের হৃদয়ে দোলা দিবে। হাসলে শরীর স্বাস্থ ভালো থাকে। তাই নিজে হাসুন ও অপরকে হাসান। তাহলে চলুন হাসতে হাসতে শুরু করা যাক আজকের পোস্ট।
Contents
সুন্দর হাসির উক্তি
নতুন একটা সিম কিনে
আব্বুর আম্বারে এসএমএস করেছি-
আপনার সন্তানকে সময়মতো বিয়ে দিন।
প্রকৃত সাহসী মেয়ে তো তারাই
যারা মাঝেমধ্য বাবার ফোন থেকে
নিজের বয়ফ্রেন্ডের সাথে কথা বলে
আমার বিয়ের কার্ডের উপরে লিখে দিবো
কম সেজে আসবেন,
বিয়ে টা আমার, আপনার না
সিঙ্গেল থাকাটাও একটা শিল্প
আর আমি হলাম সেই শিল্পের শিল্পপতি
আমার মতো শিল্পপতি কেউ আছে?
ভাগ্যিস! মশার ঠোটে লিপস্টিক লাগায় না
তা না হলে সমাজে আর মুখ দেখাইতে পারতাম না
সামওয়ানঃ জীবনে কি চাও?
মিঃ না পইড়া পাশ করতে
আজ গরিপ বলে কাপে করে চাই খাইতে হয়
ধনী হলে বালতিতে করে চা খাইতাম
ঢং এর শেষ নেই,
ওমর সানি চাবুকের বারি খাচ্ছে
আর ঘরে বসে মৌসুমী ব্যাথা পাচ্ছে!
হাত দিয়ে চানাচূর মেখে
চামচ দিয়ে খাওয়ার নামই বড়োলকী
ঢালাঢালির দিন শেষ
নতুন ধান্দা খুজতেছে বাংলাদেশ
আরো পড়ুনঃ ভালোবাসার রোমান্টিক কথা
হাসির বিখ্যাত উক্তি
ডিয়ার বালিকা, মনটা কি ইচ্ছে করে দিবা
নাকি হ্যাক করে নেবো
বাড়িতে ঝগড়া করে ব্যাগ গুছিয়ে ভেবেছিলাম
শশুড় বাড়ি চলে যাবো, তারপর মনে পড়লো
আমার তো বিয়েই হয় নাই!
বিয়া করতে চাই বাট
ফ্যামিলির কেউ মুখফুটে একবারও বলে না
ঘুমাচ্ছিলাম, বজ্রপাতের শব্দ শুনে ঘুম ভেঙে গেলো
উঠে দেখি স্টার জলসায় সিরিয়াল চলতাছে
প্রেম সবার জীবনেই আসে
আমার জীবনেও এসেছিলো কিন্তু
আমি বাসায় ছিলাম না
মুরগীর বাচ্চার মতো
কিউট একটা জি এফ ছিলো
কুত্তায় লইয়া গেছে
একটা মাছ পানিতে ডুবে মরে যাচ্ছিলো
আমি তুলে এনে মাটিতে রেখে দিয়েছি
এখন সে খুশিতে লাফাচ্ছে
একেই বলে মানবতা
দেখুনঃ মন খারাপের উক্তি, বাণী ও ছবি
রোমান্টিক হাসির উক্তি
বিবাহিত মেয়েরা রিকোয়েস্ট দিবা না
সবসময় ইয়ার্কি ভালো লাগে না
ভাবছি একটা বিয়ে করবো
আম্মু পাশের বাসার আন্টির সাথে
ঝগড়ায় একা একা পারে না
লোকটির নাম ছিলো স্বপন ঘোষ
আইডি কার্ডে নাম এসেছে স্বপ্নদোষ
কি আর বলবো
আমার জি এফ দুইটার জ্বর আসছে
তবে আলহামদুলিল্লাহ
বাকি চারটা ভালই আছে
যখন ভাবি, তুমি ছাড়া আমার জীবনটা অন্ধকার
ঠিক তখনি কারেন্ট চলে আসে
ভালো মানুষ নাকি বেশি দিন বাচে না
এটা শুনার পর খুভ টেনশনে আছি
পড়ুনঃ আবেগি ফেসবুক স্ট্যাটাস
হাসি নিয়ে কবিতা
ডিয়ার বালিকা
মনটা কি ইচ্ছে করে দিবা নাকি থাপড়াইয়া নিবো
আপু আপনার বয়স কত?
– এমনিতে ৪১
জামাই জানে ৩১
ফেসবুকে ১৮
বাড়ি থেকে পালাবো,
কাপড় চোপড় টাকা পয়সা মোবাইল সব নিছি
কারও কাছে একটা জি এফ হবে ?
এক ঘন্টা ময়দা মাখার পর মেয়েটা পোস্ট দিলো
মুখের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যই আসল
বরপক্ষ- মেয়ে পর্দা করে ?
মেয়ে পক্ষ- আবার জিগায়। মেয়ের ১১ টা আইডি সবগুলাই লক করা।
কপালটা এতটাই খারাপ যে
স্বপ্নেও যদি কোন মেয়েকে পছদ হয়
তাহলে তারও বি এফ থাকে
দেখুনঃ শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস
মজার হাসির উক্তি
প্রেম হলো ভার্সিটিতে চান্স পাওয়ার মতো
যে একবার চান্স পায় সে সবখানেই চান্স পায়
যে চান্স পায় না সে কোথাও চান্স পায় না
বউকে ভালোবাসতে শিখুন
কিন্তু কার বউ সেটা বড় কথা না
ইদানিং মেয়েদের কি জানি হইছে
প্রেম করতেও চায় না
বিয়ে করতেও চায় না
আবার সারাদিন বিরহের স্ট্যাটাসও দেয়
পাশের বাসার আন্টিকে ফেসবুক আইডি খুলে দিলাম
বল্লাম রিলেশন স্ট্যাটাস কি দেবো
বলে, সিঙ্গেল দাও
মানবতা আজ কোথায়!
চুল পড়া নিয়ে ডাক্তারের কাছে গেছলাম
গিয়ে দেখি ডাক্তার নিজেই টাকলা
ভাবা যায় এগ্লা
বাংলা সিনেমা দেখতেছিলাম
প্রেমিক প্রেমিকার দুই পায়ের ঘসাঘসিতে বাচ্চা হয়ে গেলো
চোখ রাখুনঃ ফেসবুকে অদ্ভুদ অদ্ভুদ নামের কিছু আইডি
বাংলা হাসির উক্তি
ধৈর্য জিনসটা তাদের জন্য নয়
যারা চুসে খাওয়ার চকলেট টা চিবিয়ে খায়
এদেশে বয়ফ্রেন্ড নিজের পায়ে দাড়াতে দাড়তে
গার্লফ্রেন্ড এর বাচ্চা হাঁটা শিখে যায়
একমাত্র মেয়েরাই পারে
রেস্টুরেন্টে গিয়ে টিস্যু চুরি করে ব্যাগে ডুকাতে
রবি আর এয়ারটেল এক হয়ে গেলো কিন্তু
তুমি-আমি এক হতে পারলাম না
আমি কখনো মিষ্টি কথা বলি না
কারণ আমি চাই না
আমার জন্য কারও ডায়বেটিক্স হোক
মেয়েদের জ্বালাইবেন কিন্তু চেতাইবেন না
কবি বলেছেন পাগল চ্যাতানো ঠিক না
দেখুনঃ সেরা ফটো ক্যাপশন
সেরা হাসির উক্তি
বুকের বাম পাশে মিলা
ডান পাশে নিলা
মাঝখানে শিলা
সবাই আমারে কিলা
যারা বলে ‘টাকা দিয়ে সুখ কেনা যায় না
তারা আসলে জানে না কোথায় শপিং করতে হয়
তিন ধরনের মানুষের সাথে তর্ক করতে নেই
১. মেয়ে মানুষ
২. মহিলা মানুষ
৩. বেডি মানুষ
কিউটের ডিব্বা তো দূরের কথা
আজ পর্যন্ত কেউ জর্দার ডিব্বাও বল্লো না!
সব শপ্ন মানুষকে বাচতে শেখায় না
কিছু শপ্ন সকালে উঠে গোসল করতেও শেখায়
আরো পড়ুনঃ বাছাইকৃত সেরা উক্তি
নোটঃ
আশা করি আমাদের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। আমরা সবসময় পাঠকের চাহিদা মাথায় রেখে কাজ করি। তাই আপনাদের কোন মতামত থাকলে অবশ্যই অবগত করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।