বিশ্বাস নিয়ে উক্তি, প্রবাদ, বাণী ও ছবি

বিশ্বাস নিয়ে উক্তি, প্রবাদ, বাণী ও ছবি। জীবনে চলার পথে আপনি সবার উপত্র বিশ্বাস স্থাপন করতে পারবেন না। কারণ সবার উপর বিশ্বাস করা যেমন বোকামী তেমন সবাইকে অবিশ্বাস করাটাও বুদ্ধিমানের কাজ নয়। বুদ্ধিমানেরা মানুষকে যাচাই বাছাই করে বিশ্বাস করেন। এবং নিজের আদর্শ ও লক্ষের প্রতি আস্থা রাকেন। কোন কোন গুন দেখে মানুষকে বিশ্বাস করতে হয় এবং কীভাবে মানুষের কাছে বিশ্বস্ত হওয়া যায় এ নিয়ে আমাদের জন্য বিখ্যাত ব্যাক্তিবর্গরা কিছু মহান উপদেশমূলক বাণী রেখে গেছেন।
বাংলাডট পেইজের আজকের পোস্টে আমরা তেমন কিছু বাণী উপস্থাপন করার চেস্টা করেছি। আশা করি প্রতিটি বাণী আপনাকে মানুষের উপর বিশ্বাস স্থাপন এবং মানুষকে চিনতে ও মানুষের বিশ্বাস
অর্জন করতে সাহাজ্য করবে। তাই উক্তিগুলো মন দিয়ে খেয়াল করে পড়ুন। আশা করি আপনার জীবনের প্রতিটি ধাপে কাজে লাগবে।
Contents
অন্ধ বিশ্বাস নিয়ে উক্তি
অন্ধ বিশ্বাস নিয়ে উক্তি। বিশ্বাস অনেক বড় একটি ধারণা। বিভিন্ন ক্ষেত্রে এর ধরণ ভিন্ন ভিন্ন। অন্যের প্রতি বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস অদর্শের প্রতি বিশ্বাস লক্ষের প্রতি বিশ্বাস ইত্যাদি অনেক ধরনের বিশ্বাসের সাথে আমরা পরিচিত। কিন্তু সব ধরণের বিশ্বাসের মধ্যেই একটা ব্যাপার কমন। আর সেটি হলো যে কোন বিষয়েই সাফল্যের মূল ভিত্তি এটি। তাই এই বিশ্বাস নিয়ে আমাদের আজকের পোস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে।
বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো
যার মধ্য নীতি আছে
যার মুখের কথা ও হাতের কাজ এক
বিশ্বাস অর্জন করা কঠিন
আর একবার তা ভেঙে গেলে
আবার অর্জন করা আরও দশ গুন কঠিন
কেউ বিশ্বাস ভঙ্গ করার পর
যদি সরাসরি দোষ স্বীকার না করে অযুহাত দেখায়
তবে সেই মানুষকে আর কখনও বিশ্বাস করো না
যদি মুখে বলো যে তুমি কিছু করবে
তবে অবশ্যই তা করো
কাজে হাত না দিলে
আশেপাশের মানুষ তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে
একজন ভালো বন্ধু বা ভালো মানুষ হওয়ার
প্রথম শর্ত হলো বিশ্বাসী হওয়া
মনে রাখবেন
ক্ষমা ও ভাল্বাসা অর্জনের চেয়ে
বিশ্বাস অর্জন করা কঠিন
বিশ্বাসের কারণেই আমরা
এক পায়ের পর আরেক পা সামনে বাড়াই
যে বিশ্বাস করতে পারে
সে অর্জন করতে পারে
বুদ্ধিমান মানুষ বুঝতে পারে
কাকে সে বিশ্বাস করবে এবং বন্ধু বানাবে
বিশ্বাস অর্জন করার জন্যেও তোমাকেও বিশ্বস্ত হতে হবে
এটা ছাড়া আর কোনও পথ নাই
আমরা একটা অনিশ্চিত জগতে বাস করি
তুমি এমনি এমনি বলে দিতে পারবে না যে
একজনকে তুমি বিশ্বাস করতে পারো
তাকে এটা অর্জন করতে হবে
নিজেকে বিশ্বাস করো
ভয় হলেও নতুন কিছু
চেস্টা করার সময়ে পিছিয়ে যেও না
পড়ুনঃ বাস্তবতা নিয়ে কিছু উক্তি
বিশ্বাস নিয়ে প্রবাদ
বিশ্বাস নিয়ে প্রবাদ। নিজের উপর বা অন্যের উপর আদর্শ বা লক্ষের প্রতি বিশ্বাস করতে পারা একজন সফল মানুষের অন্যতম গুণ। ঢালাউভাবে সবার উপর ভরসা করা যেমন বোকামী আবার ঢালাওভাবে সবাইকে অবিশ্বাস করাটাও বুদ্ধিমানের কাজ নয়। বুদ্ধিমানরা যাচাই বাছাই করে বিশ্বাস করেন। সফল মানুষরা সবকিছুর পরেও নিজের আদর্শ ও বিশ্বাসের প্রতি আস্থা রাখেন। এই কারণেই তারা যে কোন পরিস্থিতির মধ্যেই কাজ করে যেতে পারেন। এবং দিন শেষে সফল হন। আপনিও যাতে তাদের একজন হতে পারেন সে কারণেই আজ আমরা বিশ্বাস নিয়ে কিছু উক্তি আমাদে পোস্টে প্রেজেন্ট করেছি।
নিজের ওপর বিশ্বাস রাখা মানেই
একজন মানুষ আত্নবিশ্বাসী,
সে বিশ্বাস করে নিজের জন্য
সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তার আছে
বিশ্বাসের উপর ভিত্তি করে কোন টিম
গরে উঠলে তার সুফল সুদূর প্রসারী
পরষ্পরের প্রতি বিশ্বাস একটি টিমের সব সদশ্যকে
তাদের পুরটা দিয়ে কাজ করতে উৎসাহ দেয়
বিশ্বাস অর্জন করতে চাইলে
স্পষ্টভাবে কথা বলো
এমন ভাবে যেনো মানুষ
তা সহজেই বুঝতে পারে
নিজেকে পুরোপুরি বিশ্বাস করতে গেলে
প্রথমে ভয় করবে
কিন্তু জীবনের জন্য এটা খুবি জরুরী
অন্য যেকোনও সময়ের চেয়ে এখন
মানুশের প্রতি মানুষের বিশ্বাস রাখা জরুরী
বিশ্বাস না থাকলে একজন নেতা
তার অনুসারীদের
সত্যিকার মানুষ বলে ভাবতে পারবে না
বিশ্বাসী মানুষ অন্যের চেয়ে বেশি সুখী হয়
অন্যরা তাদের বেশি পছন্দ করে
এবং তারা অন্যদের চেয়ে বেশি নীতি মেনে চলে
দেখুনঃ অনুভুতি সম্পর্কিত উক্তি ও কবিতা
বিশ্বাস নিয়ে উক্তি ছবি
বিশ্বাস নিয়ে উক্তি ছবি। আপনারা যারা বিশ্বাস নিয়ে উক্তির ছবি খুজতেছেন আজকের পোস্ট তাদের জন্যই। বিশ্বাস হচ্ছে অন্যতম একটি মূল্যবান সম্পত্তি। এটি অর্জন করা অনেক অনেক ধোর্যের ব্যাপার। আমাদের পোস্টের এই অংশে আমরা বিশ্বাস নিয়ে কিছু উক্তির ছবি উপস্থাপন করেছি। ছবিগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভূলবেন না।
ভাঙা নৌকা যেমন বেশিক্ষন ভেসে থাকতে পারে না
তেমনি বিশ্বাসহীন সম্পর্কও বেশিদিন টিকে থাকতে পারে না
বিশ্বাস যদি সম্পর্কের প্রথম ধাপ হয়
তাহলে বিশ্বাসঘাতকতা সম্পর্কের শেষ ধাপ
ক্ষমা ও ভালবাসা অর্জনের চেয়ে
বিশ্বাস অর্জন করা কঠিন
আমরা যদি সময়ের যত্ন নেই
তাহলে সময় আমাদের জীবনের যত্ন নেবে
বছরের পর বছর লাগে বিশ্বাস অর্জন করতে
কিন্তু এক সেকেন্ড লাগে হারাতে
আরো পড়ুনঃ প্রকৃতি নিয়ে উক্তি, ছন্দ ও কবিতা
বিশ্বাস নিয়ে বাণী
বিশ্বাস নিয়ে বাণী। এই ধরণীতে অসংখ্য মানুষের বসবাস। আর এই জীবনযাত্রায় মানূষের মূল ভিত্তি একটিই। আর সেটি হলো মানুষের প্রতি মানুষের বিশ্বাস। যদি মানুষের প্রতি মানুষের আস্থা বা বিশ্বাস না থাকতো তাহলে এই পৃথিবী টিকে থাকতে পারতো না। বিশ্বাসই কেবল টিকিয়ে রেখেছে এই মহাবিশ্ব। তাই এই বিশ্বাস নিয়ে অসংখ্য জ্ঞ্যাণী গুণী লোক তাদের বাণী পেশে করে গেছেন। সেগুলো আজও রয়েছে সৃতির পাতায়। তেমনি কিছু বাণী আমাদের পোস্টের এই অংশে উপস্থাপন করা হলো।
কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে
সে তোমায় অন্ধ ভেবে ঠকিয়ে চলে যাবে
বিশ্বাস কি জানো !
যখন তুমি একটা বাচ্চাকে উপরের দিকে ছুড়ে মারো
তখন সে হাসতে থাকে কারণ সে জানে
তুমি তাকে ধরবে
পরিক্ষা না করে বন্ধুকে বিশ্বাস করো না
সবাইকে বিশ্বাস করতে নেই
কারন চিনি আর লবণ দেখতে এক হলেও
দুইটার স্বাদ কিন্তু আলাদা
বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো
যার নীতি আছে, যার মুখের কথা ও হাতের কাজ একই
আরো দেখুনঃ হাসির উক্তি ও কবিতা
বিশ্বাস ভাঙ্গা নিয়ে কিছু উক্তি
বিশ্বাস ভাঙ্গা নিয়ে কিছু উক্তি। বিশ্বাস যেখানে রয়েছে সেখানে বিশ্বাস ভাঙারও একটা বেপার থাকেই। কারণ মানুষ পরিবর্তনশীল। লোভে মানুষকে বদলে দিতে একটু সময় ও নেয় না। তাই বিশ্বাস ভাঙ্গা নিয়ে গুণি লোকদের বলা কিছু উক্তি আমাদের পোস্টে দেয়া হলো।
কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন
কারণ কখনও কখনও বিজর দাতই
নিজের জিভকে কামড়ে দেয়
যারা ভাবে যে তারা সবার চেয়ে বেশি জানে
তারা সত্যকার জ্ঞ্যানীদের কাছে বিরক্তিকর
তুমি যা কিছু খরচ করো
তার মধ্য সময়ই সবেচেয়ে বেশি দামী
ভালবাসা হলো একমাত্র শক্তি
যা শত্রু কেও বন্ধু বানাতে পারে
যে বিশ্বাস করতে পারে
সে অর্জন করতে পারে
সত্যিকার বিশ্বাস সব সময় ধীরে ধীরে গড়ে উঠে
এর ফলাফল যদিও জাদুর মতো
কিন্তু একে সময় নিয়ে গড়ে তুলতে হয়
শেষ কথাঃ
বিশ্বাস হচ্ছে প্রকৃতির অন্যতম একটি অংশ। বিশ্বাস মানুষকে বাচতে শেখায়। বিশ্বাস না থাকলে মানুষ টিকে থাকতে পারতো না। বার বার ভেঙে পড়তো। তাই সঠিক মানুষকে চিনতে শিখতে হবে এবং তাদের বিশ্বাস করতে হবে। মানবিকতার এ চরম বিষয়টি সবার জানা থাকা বাঞ্চনীয়। সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য সবাইকে বিশ্বস্থ ধন্যবাদ জ্ঞ্যাপন করছি।
এছাড়া আরো আছেঃ
মন খারাপের উক্তি, বাণী ও ছবি
ভালোবাসার রোমান্টিক কথা
স্বামী স্ত্রীর ভালবাসার উক্তি, বাণী ও মেসেজ